• সারাদেশ

    আমরা একমাত্র জাতি ভাষার জন্য রক্ত দিয়েছি….তাজুল ইসলাম

      প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২০ , ৮:৫১:১৯ অনলাইন সংস্করণ

    মোঃ নাঈম তালুকদার।।  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2020 জাগপা গ্রীস শাখা  উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গ্রীসের রাজধানী এথেন্সে উমানিয়া গ্রীস  বিএনপি’র দলীয় কার্যালয়ে আজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকায়  অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি বক্তব্য রাখেন গ্রীস বিএনপির প্রধান উপদেষ্টা, বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাবেক সভাপতি  জানাব তাজুল ইসলাম, যুব জাগপার কেন্দ্রীয় কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া সভাপতিত্বে, জাগপা গ্রীস শাখা সহ সভাপতি মোঃ জাহির উদ্দিন  ও জাগপা গ্রীস শাখা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া পরিচালনা বিশেষ অতিথি বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা উপদেষ্টা মোঃ আকুল মিয়া  জাগপা নেতা মোঃ শানুর মিয়া, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রাজন তালুকদার, জাগপা নেতা মোঃ ছানাউর রহমান চানা মিয়া, মোঃ লিলু মিয়া,ছাত্রদল নেতা মোঃ জিলানী , প্রধান অতিথি বক্তব্য জনাব তাজুল ইসলাম বলেন দেশ  স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা নেই, সরকারে বিরুদ্ধে কথা বললে ঘোম করা হয় কারাগারে বন্দি করা হয় এটা একটা স্বাধীন রাষ্ট্র হতে পারে না, দেশনেত্রীর মুক্তির দাবি করে তিনি বলেন অবিলম্বে আমাদের নেত্রী মুক্তি দিন অন্যথায় আন্দোলন আরো শক্তিশালী হবে,জনাব তাজুল ইসলাম আরো  বলেন দেশের হাজার হাজার কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে ৫২ ভাষা আন্দোলনের দারিদ্র শহীদ পরিবারের দিকে হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে না তাতে প্রমাণিত বাংলাদেশ অগনতন্ত্রিক শাসন  শুরু হয়েছে, সভাপতিত্বে বক্তব্য শেখ গোলাপ মিয়া বলেন আল্লাহর দেওয়া ভাষা  মায়ের ভাষায়  আমরা কথা বলতে পারলেও আমাদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সহধর্মিনী কারাগারে বন্দি করে শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে মুক্তিযোদ্ধার পরিবারের একজন সন্তান বেছে  থাকলে সেই স্বপ্ন বাস্তব হতে দেবে না,সাংস্কৃতিক আয়োজন করেন জাগরণ শিল্পী গোষ্ঠী ইন গ্রীস।।

    আরও খবর

    Sponsered content