• দিবস উদযাপন

    আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র‌্যালী

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২০ , ২:৪৪:২৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি বিশাল ‌র‌্যালী কলকলিয়া ইউনিয়ন এর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আজ সকাল সাড়ে আট ঘটিকার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনার শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এবং পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবু কাজল বণিক এবং সহকারী শিক্ষক ইমান উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ছমির উদ্দিন, শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন, বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী মোছাঃ জান্নাতুল ফেরদৌস ফাতেহা,পাপিয়া আক্তার রুমি, প্রাইমা সুলতানা লিপি, নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বেগম, অষ্টম শ্রেণির শিক্ষার্থী শান্তা রানী নাথ,ঈশিতা রানী নাথ, সাইম উদ্দিন, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার জাহিমা,তামান্না আক্তার ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহিয়া আনজুম রাইদা।
    র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ছমিরুল হক, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আব্দুল হাসিম (কলকলিয়া ইউপি সদস্য), কলকলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ হাজী সমসু মিয়া,বিদ্যালয়ের শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম, কাওছার আলম,মোঃ লালু মিয়া, ফেরদৌস আলম, পীযুষ দেব নাথ, তাহিদুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
    এদিকে একুশের প্রথম প্রহরে জগন্নাথপুর উপজেলা সদরস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

    আরও খবর

    Sponsered content