• সুনামগঞ্জ

    অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের থেকে দুরে থাকুন-এমপি রতন

      প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২০ , ৩:২৪:৫৭ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।।  সুনামগঞ্জ-১ আসনে তিন বারের নির্বাচিত এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, আপনি যত ভাল কাজেই করেন না কেন সমাজে কিছু মানুষ আছে তারা আপনার ভুল ধরবেই। একজন মানুষ চলার পথে হয়ত কিছু ভুল ত্রুটি করতেই পারে। কিন্তু সামান্য পরিমান এই ত্রুটিকে পুঁজি করে অনেক লোক আছে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়। আপনারা সবাই এসব ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের থেকে দুরে থাকবেন।

    সুনামগঞ্জ -১ আসনে দুর্নীতির বিরুদ্ধে আমিই সর্বপ্রথম আওয়াজ তুলেছিলাম বলে এমপি রতন আরো বলেন, আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এ আসনের সাধারণ জনগণের দোয়া ও ভালবাসা আমার প্রতি রয়েছে। আমি তাদেরকে সাথে নিয়ে এ আসনের উন্নয়ন কর্মকান্ডকে আরো অনেক এগিয়ে নিয়ে যাব।

    বুধবার বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন এসব কথা বলেন।

    তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

    সভায় আরো বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহবায়ক জুনাব আলী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content