প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২০ , ৯:৩৬:১৬ অনলাইন সংস্করণ
ডেস্ক রিপোর্টঃ তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে এই মিছিল বের করেন ছাত্রলীগের হাজার খানেক নেতা-কর্মী। তারা শেখ হাসিনার নামে স্লোগান দিতে থাকেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মল চত্বর, লাইব্রেরি চত্বর, ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তরা বলেন, বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিট বুধবার সারাদেশে আনন্দ মিছিল উদযাপন করবে।
এর আগে, রোববার রাতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়ে শিরোপা জিতে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে ভারতের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগার যুবারা।