• ক‌্যাম্পাস

    ৩২৯টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান একনেকে অনুমোদনঃ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ঠাকুরগাঁওয়ে র‌্যালি

      প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২০ , ১২:০৪:৫৪ অনলাইন সংস্করণ

    মাহামুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও।।

    কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে মেগা প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন একনেক সভায় অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা র‌্যালি করেছে ঠাকুরগাঁওয়ের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক,কর্মচারী-শিক্ষার্থীরা।
    রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ঠাকুরগাঁও পলিটেকলিক ইনস্টিটিউট, ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীরা র‌্যালি বের
    করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন পত্র দেয়া হয়।
    এসময় ঠাকুরগাঁও পলিটেকলিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আলী আকবর খান, ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ বজলুর রশিদসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content