প্রতিনিধি ২ জানুয়ারি ২০২০ , ১০:১২:৩৫ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁও উপজেলার রুহিয়া থানার ২ নং আখানগর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সাদেকুল ইসলামের মিল মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। ২নং আখানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব হাফেজ মােঃ মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈমুর রহমান । প্রধান বক্তা ছিলেন ঠাকুরগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান মীর্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, মোঃ মমিনুল হক বাবু, মোঃ আবু দাউদ শামসুজ্জোহা চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন লাল, সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা, মোঃ আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আখানগর ইউনিয়ন ও স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, ঠাকুরগাঁও জেলা বিএনপি, মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি, আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য, ঠাকুরগাঁও জেলা বিএনপি, মোঃ জবায়দুল হক, সদস্য, রুহিয়া থানা বিএনপি। কর্মী সভার উদ্বোধন করেন, মোঃ আনসারুল হক, আহ্বায়ক, রুহিয়া থানা বিএনপি। প্রথম অধিবেশনের পরে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব হাফেজ মােঃ মজিবুর রহমানকে সভাপতি, মোঃ ইবনে ফজলকে সাধারণ সম্পাদক এবং মোঃ আব্দুল হালিম ও জাকিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির নেতৃবৃন্দকে আগামী ১০ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট ২ নং আখানগর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কর্মী সভা সঞ্চালনায় ছিলেন, মোঃ ইবনে ফজল, সদস্য সচিব, আখানগর ইউনিয়ন বিএনপি।