• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২০ , ৩:০১:২৩ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন,নিজস্ব প্রতিনিধি:

    সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে।

    দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাঠগাঁও বিওপির টহল দল ৩০ জানুয়ারি বিকাল ৫:৩০ মিঃ সীমান্ত পিলার ১২২৪/৬-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৪২,০০০ পিস (১,৬৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৭১,৪০০/- টাকা।

    একই দিনে বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিওপির টহল দল ৩০ জানুয়ারি সন্ধা ৭:৩০ মিঃ সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ৯,০০০ পিস (৩৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ১৫,৩০০/- টাকা।

    অপরদিকে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের ১কেজি ভারতীয় গাঁজা আটক করেছে বিজিবির জোয়ান । ২৯ জানুয়ারি বুধবার রাত ৭টার সময় চানঁপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১২০২/১১-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১ কেজি ভারতীয় গাঁজা আটক করে।
    এসময় মাদক ব্যবসায়ী বিজিবির আসার টের পেয়ে ভারতীয় গাঁজা পেলে পালিয়ে যায় ।

    সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন বলেন আটককৃত ভারতীয় গাঁজা ও নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

    আরও খবর

    Sponsered content