• মাদকদ্রব্য উদ্ধার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে বিজিবি”র অভিযানে মদ ও কয়লাসহ বারকি নৌকা আটক

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ৬:২৩:৩২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন, নিজস্ব প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে তিন হাজার কেজি ভারতীয় কয়লা সহ একটি বারকী নৌকা আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি টহল দল। বিজিবি সুত্রে জানা যায়, লাউয়েরগড় বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০৩/১-এস নিকট থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী থেকে ৩ হাজার কেজি ভারতীয় কয়লাসহ একটি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৮৯,০০০ টাকা। সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় কয়লা ও বারকী নৌকা।

    অপরদিকে ধর্মপাশা উপজেলার
    মাটিরাবন বিওপির টহল দল ২৬ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মপাশা উপজেলাধীন ১নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের টিলাগড়া নামক স্থান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য- ৩৬,০০০/- টাকা এ বিষয়ে জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালক মো: মাকসুদুল আলম আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা ও বারকী নৌকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ।

    আরও খবর

    Sponsered content