প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২০ , ৮:২৭:১৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০৮ বোতল অফিসার্স চয়েজ মদসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম, নাজিম হোসেন (২৮)। সে সুনামগঞ্জ সদর থানার নইগাং গ্রামের মৃত. আফতাব মিয়ার ছেলে। এ ঘটনায় একই এলাকার আরজ মিয়ার ছেলে ছালিম আহমদ ও আলিম আহমদ পলাতক রয়েছে।
শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই মনির হোসেন, এ এস আই আশরাফ, এ এস আই অনন্ত, এ এস আই উস্তারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের সদস্যরার্ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নইগাং ইট ভাটার সামন থেকে মদসহ তাকে আটক করা হয়। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মাদক নিয়স্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশেল মিডিয়া উইয়িং এর এস আই রিপন চন্দ্র গোপ।
এ ব্যাপারে ডিবি’র ওসি কাজি মোক্তাদিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।