প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২০ , ৫:০৬:৩১ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ এর বদলী ও মাহবুব আলম নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে সংবর্ধনা দিয়েছে সুনামগঞ্জ এলজিইডি ঠিকাদারবৃন্দ। শনিবার দুপুরে এলজিইডি হলরুমে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংর্বধনা সভায় সভাপতিত্ব করেন ঠিকাদার সমিতির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল মহসিন মাহবুব। অতিথি ছিলেন বিদায়ী নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, নবাগত নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ব্যবসায়ী নুরুল ইসলাম প্রমুখ। নবাগত নির্বাহী প্রকৌশলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ঠিকাদারী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক শংকর চন্দ্র দাস। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত নির্বাহী প্রকৌশলীবৃন্দকে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন ব্যবসায়ী নেতৃবন্দ।