প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২০ , ১১:০৪:৫৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের হাওর এলাকার শিশু শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে নিয়মিত দাঁত ব্রাশ করতে শিশু শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে টুথপেস্ট টুথব্রাশ ও নিয়মিত নখ কাটার অভ্যাস গড়ে তুলতে নিলকাটার এবং শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাথর্ীদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার উদ্যোগে এসব স্বাস্থ্য উপকরণ এবং শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। এছাড়া হাওর এলাকার শিশুদের বিদ্যালয়ে মনোযোগী করতে শিশুদের মধ্যে স্কুল ব্যাগ, ডায়রী এবং রং পেন্সিল তুলে দেয়া হচ্ছে।
এর আগে বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে মা সমাবেশে অনুষ্ঠিত হয়। মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা।
এছাড়া বক্তব্য রাখেন,সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মো.সোলেমান মিয়া,বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদর উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ও বিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ, বিশিষ্ঠ ব্যবসায়ী সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আমহদ ,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.আজিজুর রহমান তহুর ও প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা বলেন’ শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করা ছাড়া শিশুর সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব না। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাক-প্রাথমিক শিক্ষাথর্ীদের মধ্যে নিলকাটার, নিয়মিত দঁাত মাজার জন্য টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলেন, হাত ও মুখ পরিস্কার থাকা নিশ্চিত করতে পারলে শিশুরা অনেক রোগ বালাই থেকে রক্ষা পেয়ে যাবে।
তিনি আরো জানান শিশুদের বিদ্যালয়ে মনোযোগী করতে প্রত্যেক ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিক্ষাথীদের পুরস্কার হিসেবে স্কুল ব্যাগ, রং পেন্সিল দিয়ে হাওর এলাকার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করা হচ্ছে।