• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব পালন

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২০ , ৩:৪৭:৪৩ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জে যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্মোৎসব পালন করা হয়।
    শুক্রবার বিকেলে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ এর উদ্যোগে জম্মোৎসব উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় সম্প্রীতি শোভাযাত্রাটি শহরের ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রামকৃষ্ণ আশ্রমে এসে এক আলোচনা সভা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয় । রামকৃষ্ণ আশ্রমের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে’র সভাপতিত্বে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম।
    এতে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রাহুল চন্দ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মো: রিফাতুল হক, শিক্ষাবিদ যোগেশ্বর দাস,এড, বিমান কান্তি রায়,এড, বিশ্বজিৎ চক্রবর্তী,চন্দন চক্রবর্তীসহ বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দসহ আরো অনেকে।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব মো: ইদ্রিস আলী খাঁন, অধ্যক্ষ, কাশিয়ানি সিনিয়র মাদ্রাসা, জয়নগর, গোপালগঞ্জ, আর্শ্বিাণী প্রদান করে শ্রীমৎ হৃদয়ানন্দজী মহারাজ, রামকৃষ্ণ আশ্রম, সুনামগঞ্জসহ সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content