প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২০ , ১২:৩৭:৩১ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জে ২৮ বিজিবির সদস্যরা গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭ কোটি ২৯ হাজার ৯৩৭ টাকারমাদকসহ ভারতীয় মালামাল জব্দ করেছে।তন্মধ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৮৬৫ টাকা মুল্যের মাদকদ্রব্য রয়েছে।
এ সময় বিজিবি সদস্যরা ৪৬ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছে,৫১ জন আসামী পলাতক রয়েছে।। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ৪৬ টি (মালামালের মালিকসহ)। মালিক বিহীন ৭৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় মদ,বিয়ার, গাঁজা, ইয়াবা ট্যাবলেট, নাসির বিড়ি,জীবন বিড়ি,বিভিন্ন প্রকার ভারতীয় প্রসাধনী,কয়লা,পাথর,বারকী নৌকা,কাঠ,কমলা,পান,আদা,সুপারী,গরু,ঘোড়া,মহিষ,ছাগল,বাই সাইকেল,মোটর সাইকেল,স্যান্ডেল্/বুটজুতা,বাশ,গোল ফাইল কাঠ,বনভিটা,প্লাষ্টিক বস্তা,ভারতীয় রুপি,কিটকাট চকলেট,চা পাতা,তেজপাতা,লবন,হরলিক্স, শাড়ী, ট্যাং,ইলেকট্রকিক্স ডেটোনেটর ফিউজ,ক্যালভেক্স পাওয়ার জেল ৯০ই,মোবাইল ফোন,সিম কাড,স্যালো মেশিন,বাংলাদেশী জাল টাকা,মাছ,রসুন,এবং মটর বুট ডালসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে উপরোক্ত পণ্য সামগ্রী জব্দ করা হয়।
সনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, গত ২০১৯ সালের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সুনামগঞ্জের সীমান্ত থেকে ৭ কোটি ২৯ হাজার ৯৩৭ টাকার মাদকসহ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।তন্মধ্যে ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৮৬৫ টাকা মুল্যের মাদকদ্রব্য রয়েছে।মোট ৮১৯ টি মামলা (মাদকদ্রব্য মামলা-২৮৪ টি,বনবিট মামলা-৫৬ টি,শুল্ক মামলা- ৪৭৯ টি)দায়ের করা হয়েছে।আটক করা হয়েছে ৪৬ জন চোরাকারবারিকে এদিকে, চোরাচালান রোধ, নারী ও শিশু পাচার বন্ধসহ বিপুল পরিমান অবৈধ পণ্য জব্দসহ বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপর্ন ভুমিকা রেখে চলেছেন ২৮ বিজিবির সদস্যরা।