• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ১:১৩:৪৯ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।।
    সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ পিছ মরণ নাশক ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের নাম মোঃ জাহাঙ্গীর মিয়া(২৭)। সে সুনামগঞ্জ পৌর শহরের কালীপুর এলাকার মোঃ রাশিদ মিয়ার ছেলে। অপরজন হলেন মোঃ মইনুদ্দিন আহমদ সাগর(২৪)। সে পৌর এলাকার বড়পাড়ার জুনেল মিয়ার ছেলে। বুধবার ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশের এ এস আই রিপণ ও এ এস আই মণিরের নেতৃত্বে গোয়েন্দা পুলিশেল সদস্যরা শহরের দুটি এলাকায় প্রথক অভিযান চালিয়ে মরণ নাশক ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। সকালে তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়স্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশেল মিডিয়া উইয়িং এর এস আই রিপন চন্দ্র গোপ।
    এ ব্যাপারে ডিবি’র ওসি কাজি মোক্তাদিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    আরও খবর

    Sponsered content