• লিড

    নেত্রকোনার সাজ্জাদুল হাসান বিমান পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান

      প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২০ , ৮:৪৭:৩৪ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান।
    সোমবার (২৭ জানুয়ারি) তাকে নিয়োগ দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
    মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিচালনা পর্ষদে শুধু একটি পরিবর্তনই এসেছে। সাজ্জাদুল হাসান পরিচালক থেকে চেয়ারম্যান হয়েছেন। চেয়ারম্যান বাদে অন্য পদে কোনো পরিবর্তন করা হয়নি।
    বিসিএস সপ্তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব (পিএস) ছিলেন। তারও আগে সিলেটের বিভাগীয় কমিশনার, সড়ক বিভাগের যুগ্মসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

    আরও খবর

    Sponsered content