• সংবর্ধনা / উদ্বোধন

    শাবিপ্রবির সমাবর্তনে কামরুল হাসান চৌধুরী মাহফুজের রাষ্ট্রপতির হাত থেকে সনদ লাভ

      প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২০ , ১:০৪:০২ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ-  দেশের স্বনামধন্য বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্ৰযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে Anthropology (এন্ত্রোপলজি)তে অনার্স-মাষ্টার্সে প্রথম শ্রেনীতে উন্নীত হয়ে সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সনদ লাভ করেছেন কামরুল হাসান চৌধুরী মাহফুজ।

    গতকাল ( ৮ জানুয়ারি) রোজ বুধবার সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে এ সনদ গ্রহণ করেন।

    কামরুল হাসান চৌধুরী মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কামার খাল গ্রামের কৃতি সন্তান । তার পিতা মরহুম মতিউর রহমান চৌধুরী তিনি একজন সরকারি চাকুরীজীবি ছিলেন। তার মাতা মোছাঃ কামরুন্নেসা চৌধুরী (শেফা) প্রাইমারী স্কুল সহকারী শিক্ষিকা তিনি সদ্য সিলেট বর্ডার গার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন।

    কামরুল হাসান চৌধুরী মাহফুজ ৪ (চার) ভাই বোনের মধ্যে সে ২য় প্রাথমিক শিক্ষা শুরু হয় তার নানার বাড়ির এলাকা দিরাই শুকুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সহিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।

    উল্লেখ্য যে, কামরুল হাসান চৌধুরী মাহফুজ দিরাই উপজেলার তাড়ল গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম আব্দুল আউয়াল চৌধুরীর নাতি।

    আরও খবর

    Sponsered content