• সুনামগঞ্জ

    শান্তিগঞ্জ বাজারের চা বিক্রেতার ছেলে দূর্জয়’দে জিপিএ-৫ পেয়েছে

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২০ , ৫:৩০:৩৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ  বাজারের চা বিক্রেতা শ্রী বিশু রঞ্জন দের  ছেলে দূর্জয় দে।
    একমাত্র ছেলের জিপিএ-৫ লাভ যেন ভাঙ্গা ঘরে চাঁদের আলো। তার জিপিএ-৫ প্রাপ্তিতে  পিছিয়ে পড়া প্রতিনিয়ত অভাব-অনটনের সাথে যুদ্ধ করা পরিবারে বইছে আনন্দবন্যা। সে  জিপিএ-৫ পেয়ে শুধুমাত্র নিজের মেধার স্বাক্ষরই রাখেনি জীবন যুদ্ধের প্রথম ধাপ অতিক্রম করেছে। ছেলের ভালো ফলাফলে অভিভুত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চা বিক্রেতা বিশু রঞ্জন দে বলেন, আমি খুবই আনন্দিত আমার ছেলে জিপিএ-৫ পেয়েছে। আমি জানতামই না সে জিপিএ-৫ পেয়েছে। তার স্যার আমাকে জানিয়েছেন। আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার কষ্ট স্বার্থক। আমার ছেলের জন্য সবাই আর্শ্বিাদ করবেন, সে যেন বড় হয়ে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে।

    আরও খবর

    Sponsered content