প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২০ , ১১:২১:১৩ অনলাইন সংস্করণ
ভাটি বাংলা ডেস্কঃ
রবিবার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সিলেট বিভাগসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তরা ভীড় জমাতে শুরু করেন উমেদনগর মাদরাসা মাঠে।
রাতেই লোকে লোকারণ্য হয়ে যায় পুরো হবিগঞ্জ। প্রিয় উস্তাদ, শায়খকে একনজর দেখার জন্য উপচে পড়েন ভক্ত, শাগরেদরা।
আজ সোমবার লাখো মুসল্লির উপস্থিতিতে, চোখের জলে শেষ বিদায় জানান উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপতি, শায়খুল হাদিস,আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী (রহ.) কে।
সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন তারই বড় ছেলে হাফেয মাওলানা মাসরুরুল হক।