প্রতিনিধি ২ জানুয়ারি ২০২০ , ৯:০৭:৫৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:-
শীতে যখন কাপঁছে দেশ ঠিক সেই মুহুূর্তে হাওরের জনপদ সুনামগঞ্জ র্যাব-৯ আয়োজনে দুই শতাধিক অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের মল্লিকপুর সুনামগঞ্জ র্যাব-৯ কার্যালয়ে র্যাব-৯, সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার ফয়সল আহমদ অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, স্কোয়াড কমান্ডার র্যাব-৯,সিপিসি-৩, সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছামিউল আলম প্রমুখ।
র্যাব-৯, সিপিসি-৩ কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার ফয়সল আহমদ বলেন,এই শীতে শীতার্ত মানুষজনের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান।