• রাজনীতি

    যোগ্যদের নেতৃত্ব দিতে এগিয়ে আসতে হবে- আলহাজ্ব মতিউর রহমান

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২০ , ৮:১১:৫৫ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ
    রাজনীতির মাঠে নেতৃত্ব দিতে শিক্ষিত ও তরুণদের এগিয়ে আসতে হবে। যোগ্য ও ত্যাগীদের কেউ দমিয়ে রাখতে পারবেনা।
    জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী ও যোগ্যদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন- আমরা সে আলোকে ইউনিট সমূহের নির্বাচনে যোগ্য, ত্যাগী ও পরিচ্ছন্ন নেতৃত্ব নির্বাচনের চেষ্টা করবো। আলহাজ্ব মতিউর রহমান আজ দিরাই শাল্লার বিভিন্ন পর্যায়ের সিলেটস্ব নেতাকর্মী উনার সাথে সাক্ষাৎ করতে এলে তিনি উপরোক্ত কথা বলেন।
    আজ ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যে ৬টা থেকে সোয়া ৭টা পর্যন্ত ১ঘণ্টার বেশি সময় সিলেট জালালাবাদ রোডের এক অভিজাত রেষ্টুরেন্টে অনির্ধারীত বৈঠকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সফল সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মতিউর রহমান উপস্থিত নেতাকর্মীদের সামনে রাজনীতির স্মৃতিচারণ করে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
    এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লা চৌধুরী মাসুদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আলম, সিলেট জজকোর্টের বিশিষ্ট আইনজীবী ও আওয়ামী লীগ নেতা এডভোকেট এবিএম মাসুম চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ভাটি বাংলা ডটকম সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতা রবিন চৌধুরী, সিলেট জেলা যুবলীগ নেতা ও দিরাই উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য জহিরুল ইসলাম জুয়েল, দিরাই উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য শামিম আহমদ শাহরিয়ার, দিরাই উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য একরার হোসেন, সিলেট মহানগর যুবলীগ নেতা রেদোয়ান মাহমুদ চৌধুরী, দিরাই আওয়ামী লীগ নেতা মোঃ এনামুল হক এনাম, বিনি ইয়ামিন রাসেল ও ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ সজন প্রমূখ নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content