প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২০ , ১০:০৮:৫৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে কানেকটিকটি শাখা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৪ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের কানেকটিকটি শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ১৯ শে জানুয়ারী স্থানীয় সময় বাদ মাগরিব ম্যানচেষ্টারস্থ ৮২৪ মেইনস্ট্রিটে আম্বিয়া ফাউন্ডেশন এর স্বত্বাধিকারী শাখা আহবায়ক মোঃ তৌফিকুল আম্বিয়া টিপুর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন হিমুর পরিচালনায় দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন এডভোকেট সালেহ আহমদ, হালিম আকবর, রাফি আহমদ, আলমগীর কবির লাভলু, কাওসার আহমেদ সাদমান, সফিউল আলম সফি, এম ডি শাহরিয়ার রহমান আরিফ,সোহেলুর রহমান স্বপন , মিনাল চৌধুরী, সালাম সিকদার, আনোয়া হোসেন ও লিখন ভুইয়া প্রমূখ ।
বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করার পাশাপাশি জাতীয়তাবাদী দল বিএনপিকে আরো শক্তিশালী করার অংগীকার ব্যাক্ত করেছেন। এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়াও বক্তৃতারা তাদের বক্তব্যে আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করার পাশাপাশি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় নেতাকর্মী বৃন্দের উপর আরোপিত মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহারের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।