• দিবস উদযাপন

    মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২০ , ১২:৪৮:২০ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ
    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর পুরনো বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে লোগো উন্মোচনের মধ্য দিয়ে মুজিববর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ছেলে সজিব ওয়াজেদ জয়সহ পরিবারের অন্য সদস্যরা।
    এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী।
    এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি হিসেবে বাঙালি আত্মপরিচয় পেতো না।
    তিনি আরও বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাঙালি এবং সবাই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
    সূত্রঃ বিডি-প্রতিদিন

    আরও খবর

    Sponsered content