প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২০ , ৪:১৪:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মাদক বিরোধী আন্তঃ-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় জগন্নাথপুর পৌরসভা ফুটবল দল বিজয়ী ও কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল রানার্সআপ হয়েছে।
“খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে ও জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে ৭ ই জানুয়ারী রোজ মঙ্গলবার মাদক বিরোধী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত ফাইনাল খেলায় জগন্নাথপুর পৌর সভা ফুটবল দল ২-০ গোলে বিজয়ী হয়েছে।এবং রানার্সআপ হয়েছে কলকলিয়া ইউনিয়ন ফুটবল দল।
খেলা শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণলন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম ।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর আবাব মিয়া, গিয়াস উদ্দিন মুন্না, দিলোয়ার হোসেন, দিপক গোপ, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, বাজার সেক্রেটারি ও সাবেক কৃতী ফুটবলার জাহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, সাবেক পৌর কমিশনার ও সাবেক কৃতী ফুটবলার আবু সুফিয়ান ঝুনু, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি আরাফাত মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিনুর রহমান দুদু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সাধারণ সম্পাদক শাহ রুহেল আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ প্রমূখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া ও জুয়েল হোসেন।
খেলায় বিজয়ীদের ২০ হাজার টাকা সহ পুরস্কার দেন চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া ও পরাজিতদের ১০ হাজার টাকা সহ পুরস্কার দেন ব্যবসায়ী মকবুল হোসেন ভূইয়া। এদিকে-গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা দেখতে বিভিন্ন অঞ্চল থেকে আসা কয়েক হাজার জনতার সমাগম হয় স্টেডিয়ামে।