প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২০ , ২:৪৮:৫৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ৬ই জানুয়ারী রোজ সোমবার দুপুরে জগন্নাথপুর প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হাসিম, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, সাংবাদিক বাবু শংকর রায়, জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান, সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম লাম, সাংবাদিক আব্দুল হাই, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ উপজেলার সরকারি -বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।