প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২০ , ৯:০১:১২ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। নানান কর্মসূচি ও ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক সফল সংসদ সদস্য মতিউর রহমানের ৮০তম জন্মদিন পালিত হয়েছে। ১৫জানুয়ারি বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মতিউর রহমানের জন্মদিন পালন করে আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জন্মদিন উপলক্ষ্যে লালগালিছা সংবর্ধনা, বৃক্ষরোপণ, বেলুন উড়ানো, দোয়া মাহফিল, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমিতে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগদেন জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পৃথকভাবে তারা ফুল দিয়ে মতিউর রহমানকে শুভেচ্ছা জানান।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীরীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সংগ্রামী সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার মিজানুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শামছুন্নাহার শাহান রাব্বানী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিউর রহমান, অ্যাড. শফিকুল আলম, অবণী মোহন দাস, রুমেন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ ইশতিয়াক শামীম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি হাজী নুরুল মোমেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু,জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতা মকসুদ আলম, তাড়ল ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, আসাদ উল্লাহ ও রেদুওয়ান মাহমুদ চৌধুরী প্রমুখ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে আলহাজ্ব মতিউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।