প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ৮:৪১:১০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২০ টাকা পাওনা নিয়ে এক ব্যাক্তিকে পিঠিয়ে হত্যা। নিহতের নাম কদবুত আলী ৬৪। তিনি ঊপজেলার লক্কীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। আজ শনিবার দুপুর দেড়টায় এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। স্হানীয় ও পুলিশ সূএে জানা যায় বড়কাটা গ্রামের মূত আবুল হোসেনের ছেলে আব্বাস মিয়া একই গ্রামের কদবুত আলীর নিকট ২০ টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির এক পযায়ে দুজনের মধ্য ঝগড়া হয়। এতে কদবুত আলী ঘটনাস্হলেই নিহত হন। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে আব্বাস মিয়াকে আটক করা করা হয়। এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ওসি মোঃ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ৷৷৷