প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২০ , ২:৫৪:৫৯ অনলাইন সংস্করণ
এম এ মোতালিব ভুঁইয়া: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পরোয়ানাভুক্ত ৩ জন পলাতক আসামিকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আবুল হাশেমের দিকনির্দেশনায় এএসআই ছাইদুর রহমান ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিত্বে মঙ্গলবার(১৪ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার পান্ডারগাও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের আজমান আলীর পুত্র রুবেল মিয়াকে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে সিআর-৭৭/২০১৭(দোয়ারা)ধারা-মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ এর ৬(৫) সংক্রান্তে বিজ্ঞ আদালত ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাহার নামীয় সাজা পরোয়ানাটি দোয়ারাবাজার থানায় মূলতবী ছিল। এছাড়াও দোয়ারাবাজার থানার এসআই মোঃ মঞ্জুরুল হক এর নেতৃত্বে এএসআই বজলুল করিম ও এএসআই জামাল মিয়ার সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ উপজেলার নোয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করিয়া রমনা থানার মামলা নং-২৮(৩)১৩, জিআর-১৫৪/১৩ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া (রাবারডাম)গ্রামের ইব্রাহীম আলমাছের পুত্র আবুল হাসনাত সোহেল প্রকাশিত হানিফাকে গ্রেফতার করেন এবং নারী ও শিশু মামলা নং-৩২২/২০১৭ সংক্রান্তে বিজ্ঞ আদালতের পরোয়ানাভূক্ত পলাতক আসামী উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের ফাইজ উদ্দিনের পুত্র আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃআবুল হাশেম সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৩জন পলাতক আসামি আটকের সত্যতা নিশ্চিত বলেন তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।