প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২০ , ২:৫৫:২৬ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোটারঃ দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের বাশতলা দক্ষিন কলোনী গ্রামে উরসের নামে চলা গান বাজনার মঞ্চ ভেংগে দিয়েছে পুলিশ।। বুধবার(২৯ জানুয়ারী) সন্ধায় দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তা ভেংগে দেয়।
অভিযানে নেতৃত্বদানকারী এস আই রাকিবুল হাসান জানান, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিন কলোনী গ্রামের ভারত সীমান্তে উরুসের নামে মদ গাজাসহ অশ্লীল নৃত্যের আসর বসানোর পাশপাশি সেখানে বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড চালানো হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। এসময় উরুস বন্ধ করে দেওয়া হয়েছে এবং উরুসে আসা দর্শনার্থীদের চলে যেতে বলা হয়।
দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেম জানান, প্রশাসন বা আমাদেরকে না জানিয়ে দক্ষিন কলোনী গ্রামে উরুসের নামে মদ গাজাসহ অশ্লীল নৃত্যের আসর বসানোর পাশপাশি সেখানে বিভিন্ন প্রকার অনৈতিক কর্মকান্ড চালানো হচ্ছে এমন সংবাদ পেয়ে উরুস বন্ধ করে দেওয়া হয়েছে ।
Notifications