• ক‌্যাম্পাস

    দেশের ডিজিটাল শ্রেষ্ঠ ক্যাম্পাস শাবিপ্রবি, শ্রেষ্ঠ বিভাগ সিলেট

      প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ৮:৪০:০৮ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় দেশের ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। এরমধ্যে শ্রেষ্ঠ ডিজিটাল বিভাগ হিসেবে সিলেট এবং শ্রেষ্ট ডিজিটাল ক্যাম্পাস হিসেবে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কে সম্মাননা প্রদান করা হয়েছে।
    বুধবার ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯’ উপলক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    এবার শ্রেষ্ঠ মন্ত্রণালয় ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, শ্রেষ্ঠ দপ্তর বা সংস্থা সমাজসেবা, শ্রেষ্ঠ বিভাগ ক্যাটগরিতে সিলেট, শ্রেষ্ঠ জেলা খুলনা, শ্রেষ্ঠ উপজেলা কুমিল্লা সদর।
    সেরা ডিজিটাল ক্যাম্পাস ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
    এছাড়াও শ্রেষ্ঠ রপ্তানিকারক প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সার্ভিস ইঞ্জিন, কর্মসংস্থান তৈরি ক্যাটেগরিতে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা ক্যাটেগরিতে সম্মাননা পেয়েছেন সিগমা আইটি ইনস্টিটিউটের সিইও ইমতিয়াজ উদ্দিন চৌধুরী।
    অনুষ্ঠানে শ্রেষ্ঠ আইসিটি নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির, নারী ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে এমরাজিনা ইসলাম, পুরুষ ফ্রিল্যান্সার ক্যাটেগরিতে নাঈম হাসান, শ্রেষ্ঠ স্টার্টআপ ক্যাটেগরিতে সম্মাননা পেয়ে শপআপ।
    এছাড়াও শ্রেষ্ঠ আইসিটি হার্ডওয়্যার রপ্তানিকারক প্রতিষ্ঠানের সম্মাননা পেয়েছে ওয়ালটন ডিজিটেক এবং শ্রেষ্ঠ ডিজিটাল সিকিউরিটিতে সম্মননা পেয়েছে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার।
    প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন। সিলেট বিভাগের পক্ষে বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান এ সম্মাননা গ্রহণ করেন।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্যপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।

    আরও খবর

    Sponsered content