• সুনামগঞ্জ

    দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘ’র কার্যালয় উদ্বোধন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ৪:২৪:৪৮ অনলাইন সংস্করণ

    দিরাই প্রতিনিধিঃ
    দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘ এর নিজ কার্যালয় উদ্বোধন ও ২ বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি ঘোষনা অনুষ্ঠানে দেবাশীষ মিএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপলু রায় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগটন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারহানুল হক,,সিনিয়র সহ সভাপতি মানোয়ার হোসেন রাজীব,, মেহেদী হাসান রাজীব,,জাহেদ মিয়া,, অম্লান তালুকদার,, রতন দাস,,প্রাঙ্গন রায়,,অতিথি একলাচুর রহমান। এরপর সিনিয়র সহ সভাপতি মানোয়ার হোসেন রাজীব দিরাই রক্তদাতা ও সেচ্ছাসেবী সংঘ এর দুই বছর মেয়াদী কমিটি ঘোষনা করনে,,সভাপতি মোঃ ফারহানুল হক,,সাধারণ সম্পাদক শিপলু রায়,,সাংগঠনিক সম্পাদক আমজাদ সরদার কে সম্মনয় করে ৫৬ সদস্য এর কমিটি অনুমোদন দেওয়া হয় এ সময় কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ইজাজুর রহমান ফাহিম, আতহার আলী সায়েম, তানিম আহমেদ,অসিম চক্রবর্তী,রবিনুর,টুটুল দাস,দিপংকর দাস,দিদার,মিলাদ,মাহমুদ রানা,জনি,হোসাইন আহমেদ।

    আরও খবর

    Sponsered content