• দিবস উদযাপন

    দিরাই’য়ে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২০ , ৩:৩০:৫৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ
    দিরাই’য়ে বাংলাদেশের স্থপতি,বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ৩ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
    উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক উপজেলা সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়,প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমার এওর মিয়া, ওসি কেএম নজরুল, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মকসুদ আলম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content