• সংবর্ধনা / উদ্বোধন

    দিরাই’য়ে নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সংবর্ধনায় সিক্ত গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান

      প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ৮:৪০:৫৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি: বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের প্রথম বাংলাদেশী  সিইও নির্বাচিত  হওয়ায়  বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সালেহ চৌধুরী সুযোগ্য পুত্র ইয়াসির আজমান চৌধুরীকে  সংবর্ধনা প্রদান করেছেন তঁার  এলাকার  রাজানগর ইউনিয়নের সর্বস্তরের জনতা।
    শনিবার বিকেল ২ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলার গচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সংবর্ধানা অনুষ্ঠান আয়োজন করে   এলাকার সর্বস্তরের  জনতা তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন । রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদিকুর রহমান ছাঁও মিয়ার সভাপতিত্বে  সমাজ সেবক  কাইয়ূম মিয়া ও  গোলাপ মিয়ার যৌথ সঞ্চলনায়  সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান চৌধুরী। তিনি তাঁর  বক্তব্যে  বলেন, গ্রামীণ ফোন এদেশের ষোল কোটি মানুষের প্রিয় একটি অপারেটর। মানুষের জীবন চলার পথে শিক্ষা, ও প্রযুক্তি সহ বিভিন্ন ভাবে গ্রামীন ফোনের কর্মকর্তা কর্মচারীগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,। যারা আজ অত্যন্ত কষ্ট করে আমার জন্য এখানে এসেছেন তাদের জন্য রইলো সীমাহীন ভালোবাসা ও গ্রামীণ ফোনের পক্ষ থেকে শুভেচ্ছা। আর সংবর্ধনা বড় কথা নয়, আমি আপনাদের ভালোবাসায় পেয়েছি। আমি আপনাদেরই সন্তান। এই এলাকার মাটি ও মানুষের মাঝে রয়েছে আমার অতিতের ফেলে আসা অনেক স্মৃতি। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন,।
     এছাড়াও আরো  বক্তব্য রাখেন, রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ইয়ামিন আজমান চৌধুরী, সমাজ সেবক চৌধুরী মোহাম্মদ নাসের, চৌধুরী মোহাম্মদ আলী মঞ্জু, প্রভাত তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া, সাংবাদিক নাইম তালুকদার,  ইউনিয়ন যুবলীগ সভাপতি নেহার রঞ্জন চৌধুরী, প্রমূখ।

    আরও খবর

    Sponsered content