প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ১১:৩৩:২৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের সীমান্তবতর্ী তাহিরপুর উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেটসহ শাহীন আলম নামে এক ইয়াবা কারবারীকে আটক করা হয়েছে আজ শুক্রবার দুপুরে তাকে আলামত সহ তাহিরপুর থানায় সোপর্দ করা হয়।
শাহীন উপজেলার শ্রীপুর উরর ইউনিয়নের চারাগাঁও-কলাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি গ্রামের মৃত ফজল করিমের ছেলে।,
র্যাব-৯ সূত্রে জানা যায়,সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল তাহিরপুরের সীমান্ত এলাকার জঙ্গলবাড়ি গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবা ক্রয় বিক্রয়কালে শাহীনকে আটক করে। এরপর তার হেফাজত হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার মোঃ ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।