• মানববন্ধন

    তাহিরপুরের শিশু তোফাজ্জল হত্যা কারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

      প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২০ , ১১:২৩:৪৬ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:-
    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭বছরের শিশু তোফাজ্জল হোসেন কে নৃশংস ভাবে হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
    বুধবার (১৫জানুয়ারি) দুপুরে  তাহিরপুর উপজেলার আব্দুর জহুর চত্তরে তাহিরপুর উপজেলা খেলা ঘর আসরে আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, শিক্ষার্থীসহ সর্ব স্থরের জনসাধারণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
    মানববন্ধনে বক্তব্য রাখেন, খেলাঘর আসর তাহিরপুর উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারন সম্পাদক মাকসুম আহমেদ,সেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক,সদস্য তৌফিক আহমেদ,যুবদল যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, শেখর রায়, সোহেল আহমদ সাজু, সাজ্জাদ হোসেন, অপু তালুকদার, শিক্ষাথী তম্ময় রায়, হায়দার আলী প্রমুখ।
    মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস ভাবে ৭বছরের শিশু তোফাজ্জল হোসেনকে যে বা যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দিতে হবে না হলে এ রকম ঘটনা আবারও পুনাবৃত্তি ঘটবে।
    উল্লেখ্য-নিখোঁজের চারদিন পর শনিবার সকালের দিকে সুনামগঞ্জের তাহিরপুরসীমান্তে বস্তাবন্দি অবস্থায় তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর মরেদেহ উদ্ধার করে পুলিশ।নিহত তোফাজ্জল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    আরও খবর

    Sponsered content