• দুর্ঘটনা

    ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

      প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২০ , ৪:৩৬:৫৪ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকার ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
    বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার সময় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর ইক্ষু খামার (ভাতারমারি ফার্ম) এর সামনে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার ৮নং রহিমানপুর ইউনিয়নের কৃষ্ণাপুর গ্রামের মংলু ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়।
    জানা যায়, রাতে কাজ শেষে শহর থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয় রফিকুল ।
    পথিমধ্যে ভাতারমারি ফার্মে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে ঘটনাস্থলেই
    মৃত্যু হয় মটরসাইকেল চালক রফিকুলের।
    পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। দূর্ঘটনায় একজনের
    মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ইন্সপেক্টর অপারেশন গোলাম মর্ত‚জা।

    আরও খবর

    Sponsered content