• সারাদেশ

    ঠাকুরগাঁওয়ে স্বর্ণ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২০ , ৯:৫০:৫০ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।

    “স্বপ্ন দেখার সুযোগ চাই নিজের স্বপ্ন ছুঁতে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় স্বর্ণ কিশোর-কিশোরী নেটওয়ার্কের আযোজনে স্বর্ণ কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    সম্মেলনে হরিপুর উপজেলাকে স্বর্ণ কিশোরী উপজেলা হিসেবে ঘোষনা করেন স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া। এসময় সম্মেলনে তিনি স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের হরিপুর উপজেলা লিডার/সমন্বয়কারী মাহাবুবা রওশন লুশি ও সাইদুর রহমানকে স্বর্ণ মেডেল ও স্বর্ণ কিশোরী সনদ প্রদান করেন।

    ৩০ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হরিপুর স্বর্ণ কিশোর-কিশোরী সম্মেলনের সভাপতি ও প্রধান শিক্ষক জামাল উদ্দীনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. কে. এম কামরুজ্জামান সেলিম, গেষ্ট অব অনার জেলা পুলিশ সুপার মুনিরুজ্জামান পিপিএম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান, উপজেলা নিবার্হী কর্মকতা আব্দুল করিম, থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান আমির, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, মোতাহারা পারভীন, একাডেমিক মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল হক।

    0Shares

    আরও খবর

    Sponsered content