• লিড

    ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার জমি দখলে বিহারী সন্ত্রাসীদের লুটপাট ও ভাংচুড়

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২০ , ১২:১০:১৩ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান  হাবিব।। ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার জমি অবৈধভাবে দখলে অবাঙ্গালী (বিহারী) সন্ত্রাসীরা লুটপাট ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর ভাংচুড়ের অভিযোগ পাওয়া গিয়েছে। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানা সহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ।
    বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও পৌর এলাকার রোড মুন্সিরহাট এলাকার হাজী দারুল উলুম ইদাদিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
    মামলার অভিযোগে জানাযায়, হাজী দারুল উলুম ইদাদিয়া মাদ্রাসায় বৃহস্পতিবার ভোরে স্থানীয় নুরনবি, লাল মুনি,œ শামিম, কাশেম, বুলু , খুশাল সহ ২৮ থেকে ৩০ জনের একটি অবাঙ্গালী ( বিহারী) সন্ত্রাসী দল লাঠি শোঠা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মাদ্রাসায় হামলা করে। এসময় তারা মাদ্রাসাটির নব নির্মিত দোতালা ভবনের ফাউন্ডেশনের বেজ, পিলার ও রড ভাঙচুড় করে উপড়ে ফেলে। এ ভাংচুড়ে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল সন্ত্রাসীরা
    লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষনিক থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীদের তাড়া খেয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার দৃষ্টান্ত শাস্তি ও ক্ষতিপুরন দাবি করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মাদ্রার অধ্যক্ষ শফিউল ইসলাম।
    এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।
    জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, এ জেলায় সাম্প্রদায়িক কোন শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়টি আমরা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

    আরও খবর

    Sponsered content