প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২০ , ৮:২৩:৫৭ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। সততা, সামাজিক দায়বদ্ধতা ও আর্থ সামাজিক
উন্নয়নে অসামান্য অবদান রাখায় ‘মহাত্মা অ্যাওয়ার্ড ২০১৯’ প্রাপ্তিতে ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহত্তর বগুড়া সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শুক্রবার সন্ধায় লোকায়ন জীব বৈচিত্র জাদুঘরে এ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সংগঠনটির বার্ষিক বনভোজনের আয়োজন করা হয় এবং পরে
কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ঠাকুরগাঁও শাখার নির্বাহী পরিচালক প্রকৌশলী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে বক্তব্য দেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তরিকুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান , সংগঠনটির সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ও বিশিষ্ট সাংবাদিক শাহীন ফেরদৌস।