প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২০ , ১০:০৬:৪০ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুন: খনন (১ম পর্যায়) কাজের উদ্বোধন করা হয়েছে।
ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে গতকাল বুধবার সদর উপজেলার বুড়িবাঁধে শুক নদী (রুহিয়া থেকে নারগুন ২৪ কিলোমিটার এবং পৌর শহরের টাঙ্গন নদীর তীরে অপরাজেয় ৭১ প্রাঙ্গনে (টাঙ্গন ব্যারেজ হতে নারগুন পর্যন্ত ৩৫ কিলোমিটার) নদীর পুনঃ খনন কাজের উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ এর সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
জেলা প্রশাসক জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাপাউবো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মো: আব্দুল্লাহ, জেলা
আ’লীগের সিনিয়র সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারন সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও পাউবোর নিবাহী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সদর উপজেলার বুড়িবাঁধে (রুহিয়া থেকে নারগুন পর্যন্ত ২৪ কিলোমিটার নদী খনন কাজের জন্য ৭ কোটি ৬৭ লাখ ২৫ হাজার টাকার প্রকল্প এবং (টাঙ্গন ব্যারেজ থেকে নারগুন পর্যন্ত ৩৫ কিলোমিটার) কাজের
জন্য ২৭ কোটি ১৪ লাখ ৩৪ হাজার টাকার প্রকল্প গ্রহন করা হয়। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।