• সভা/সেমিনার

    ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে র‌্যালি ও আলোচনা

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২০ , ৩:০০:১১ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

    বুধবার দুপুর ৩ ঘটিকায় ঠাককুরগাঁও জেলা বিএনপির কার্যালয় হতে র‌্যালি বের হয়ে শহড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় । র‌্যালি শেষে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি কায়েসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন ।আরো বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সেচ্ছাবিষয়ক সম্পাদক রাসেদ আলম লাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,জেলা যুবদলের সাংগঠনিক জাহিদ, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সহ- সভাপতি ইমরান আলী, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাংগঠনিক সুমন ইসলাম , সদর থানা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা ডানো, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি,পৌরসদর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহিত প্রমূখ ।

    র‌্যালি ও আলোচনা সভায় ছাত্রদলের সকল স্থরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ।

    আরও খবর

    Sponsered content