প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২০ , ১:৪৮:০৯ অনলাইন সংস্করণ
মাহামুদ আহসান হাবিব, ঠাকুরগাঁও।।ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন নতুন সেনুয়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রুহিয়া থানার কিসমত চামেশ্বরী মাদ্রাসা মাঠে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুহিয়া থানা আ’লীগের সভাপতি পার্থ সারথী সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক সন্তোষ কুমার আগরওয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক
মোশারুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।