প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২০ , ১২:১৫:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সাজাপ্রাপ্ত ও জোয়াড়ী সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই মোঃ আফছার আহমদ এর নেতৃত্বে এএসআই মোঃ মুক্তার হোসেন সহ এক দল পুলিশ ২০ শে জানুয়ারী রোজ সোমবার সিলেট কোতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রাম নিবাসী মোঃ আব্দুন নূর এর ছেলে সায়েদ আহমদ (৩০)কে গ্রেপ্তার করেন।সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
,অপর দিকে একই তারিখ দিবাগত রাতে এসআই অনুজ কুমার দাশ ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ একদল পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী জনৈক জুনাব আলীর বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে টাকা ও তাস দিয়ে জোয়া খেলারত অবস্থায় উপজেলার গন্ধর্বপুর গ্রাম নিবাসী মোঃ আব্দুল ওয়াহিদ এর ছেলে মোঃ বদরুল হোসেন(৩৭), আছাব মিয়ার ছেলে মোঃ আকমল মিয়া(২৫), বাগময়না গ্রাম নিবাসী মোঃ রফু মিয়ার ছেলে মোঃ জুলহাস মিয়া(৩৬),মোঃ আব্দুল হাশিম এর ছেলে মোঃ (৪৮), অনন্ত গোলামআলীপুর গ্রাম নিবাসী মোঃ তারিফ উল্লাহর ছেলে মোঃ জুনু মিয়া(২৫),মৃত হরছত মিয়ার ছেলে মোঃ লেবু মিয়া (৪০), ইসলাম পুর গ্রাম নিবাসী মোঃ মৃত মোঃ মছদ্দর আলীর ছেলে মোঃ জাহিদুর রহমান (৩২) মৃত মোঃ রশীদ উল্লাহর ছেলে মোঃ আব্দুল আহাদ (৪৫), নারকেলতলা গ্রাম নিবাসী মৃত মোঃ ধনাই মিয়ার ছেলে মোঃ ইসলাম উদ্দীন (৪০), নারকেলতলা (তৈলকনাক্তপুর) গ্রাম নিবাসী সুধন সরকারের ছেলে নিরঞ্জন সরকার(৩৫)কে তাস খেলার সরঞ্জাম ও টাকা সহ গ্রেপ্তার করেন। উক্ত জুয়াড়ীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ ২১শে জানুয়ারী রোজ মঙ্গলবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।