• সুনামগঞ্জ

    জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২০ , ২:১৫:০৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয় বাস্তবায়নের লক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ব্যাপক কাজ।

    ২০১৯ শিক্ষাবর্ষে উপজেলার শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে “আমাদের বিদ্যালয় আমাদের অহংকার নিজেরাই করি সুন্দর পরিষ্কার” এই শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন উদ্বুদ্ধকরণ কর্মসূচী, শ্রেষ্ঠ বিদ্যালয়কে পুরস্কার প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বিভিন্ন পরিচ্ছন্নতার উপকরণ সরবরাহ করা হয়।
    ২০২০ শিক্ষাবর্ষে একই কর্মসূচিকে আরও বেগবান করার লক্ষ্যে নতুন স্লোগান আনন্দময় ও মানসম্মত শিক্ষার প্রত্যয়, সবুজ পরিচ্ছন্ন আমাদের বিদ্যালয় নিয়ে নতুন বছরের নতুন কর্মসূচী বাস্তবায়নের উপজেলা কর্মরত সাংবাদিকদের নিয়ে বৃহস্পতিবার উপজেলা পরিষদের কক্ষে দুপুর ১২টায় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্টিত হয়েছে।
    উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহকারী প্রোগ্রামার আাশীষ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মুখলেছুর রহমান, পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল, উপজেলার সিনিয়র সাংবাদিক শংকর রায়, জহিরুল ইসলাম লাল, শিক্ষানুরাগী আকমল খাঁ প্রমমূখ।
    উদ্বুদ্ধকরণ সভায় সাংবাদিক তাজ উদ্দিন, শাহজাহান মিয়া, গোলাম সারোয়ার, গোবিন্দ দেব, ইউএনও অফিসের টেকনেশিয়ান অরুপ সরকার, সংবাদকর্মী রুম্মান আহমদ, সমাজ সেবক মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
    উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত সবুজ পরিচ্ছন্ন বিদ্যালয়ের পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে আগামী প্রজন্ম সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদের মধ্যে মানবতাবোধ, আত্মসচেতনতা তৈরী হয়। এই কাজে প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুদের সার্বিক সহযোগিতা কামনা করি।

    আরও খবর

    Sponsered content