• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে সাত জুয়াড়িকে তিন সপ্তাহের কারাদণ্ড প্রদান

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২০ , ৩:১৭:৩১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  জগন্নাথপুরে সাত জুয়াড়ীকে ২১ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এর বিচারক মোঃ মাহফুজুল আলম মাসুম ।কারাদণ্ড প্রাপ্ত জুয়াড়ীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

    বিস্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিত্বে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ গত ১লা জানুয়ারী রোজ বুধবার সন্ধারাতে জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় উপজেলার চিলাউড়া গ্রাম নিবাসী মৃত মোঃ জব্বর আলীর ছেলে মোঃ ফয়জুল হক, একই গ্রাম নিবাসী মৃত মোঃ গোলাপ আলীর ছেলে হারুন মিয়া, মৃত মোঃ মদরিছ উল্লার ছেলে মোঃ আবুল হোসেন, মৃত মোঃ জমির আলীর ছেলে মোঃ লেবু মিয়া, মৃত মোঃ রুসমত আলীর ছেলে মোঃ মাসুম মিয়া,আঞ্জব আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ও মোঃ হুসমত আলীর ছেলে মোঃ মনোয়ার আলীকে আটক করেন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ২১ দিন করে কারাদণ্ড প্রদান করেন।
    ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, জুয়া খেলার অভিযোগে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছে।
    জগন্নাথপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, কারাদণ্ডপ্রাপ্ত জুয়াড়ীদের ২রা জানুয়ারী সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    0Shares

    আরও খবর

    Sponsered content