• গ্রেফতার/আটক

    জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

      প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২০ , ১:১৮:১৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছায়াদ(৩৫) ও নিয়মিত মামলার আসামী ছুফি মিয়া(৩২)কে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

    বিশ্বস্ত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নব গোপাল দাশ এর নেতৃত্বে অত্র থানার এসআই অনিক চন্দ্র দেব সহ একদল পুলিশ গত ৬ই জানুয়ারী রোজ সোমবার দিবাগত-রাত বিশেষ অভিযান পরিচালনা করে আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রাম নিবাসী মোঃ সোনাহর খাঁ’র ছেলে মোঃ ছায়াদ মিয়া(৩৫)কে নিজ বাড়ী হইতে গ্রেপ্তার করেছেন। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল।
    এদিকে অত্র থানার এসআই মোঃ আতিকুল আলম ও এএসআই মোঃ শহীদুল ইসলাম সহ এক দল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী জগন্নাথপুর উপজেলার বুরাইয়া গ্রাম নিবাসী মোঃ তাহির উলাহ’র ছেলে ছুফি মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছেন।
    জগন্নাথপুর থানার এসআই আতিকুল আলম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে ৭ই জানুয়ারী রোজ মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content