• দিবস উদযাপন

    জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুজিববর্ষ শুরু

      প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২০ , ৩:৫৭:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েমু জিববর্ষ শুরু হয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশ ব্যাপী মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ জানুয়ারি শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মুজিব বর্ষের অনুষ্টান মালার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ।
    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন স্কুল -কলেজ ও মাদ্রাসার শিক্ষক /শিক্ষিকা, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

    আরও খবর

    Sponsered content