• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন এর অভিযোগ

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২০ , ১১:১৪:১৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে যুবলীগ নেতা সুমন মিয়া বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ২৭ শে জানুয়ারী রোজ সোমবার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের আশরাফুল হক, হাফিজুর রহমান মন্তসির ও ইমামুল হাসান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এলাকাবাসী ও অভিযোগ সুত্রে জানাযায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর আলমপুর গ্রাম নিবাসী মোঃ মানিক মিয়ার ছেলে যুবলীগ কর্মী মোঃ সুমন মিয়া একই ইউনিয়ন এর বালিশ্রী গ্রামের পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর চর হতে স্কেভেটার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দলীয় প্রভাব কাটিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকার বালু উত্তোলন করে বালু বিক্রি করার বিষয়ে এলাকাবাসী বাধা নিষেধ দিলে যুবলীগ কর্মী সুমন মিয়া বিভিন্ন ভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। দলীয় প্রভাবের কারনে সাধারন জনগন অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করলেও তার প্রতিবাদ করার সাহস পায়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন এলাকাবাসী।
    এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content