প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২০ , ৩:৫৯:২৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী খলিল (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই মোঃ রাজিব রহমান এর নেতৃত্বে একদল পুলিশ ২১ শে জানুয়ারী দিবাগত রাতে উপজেলার সৈয়দপুর (হাড়িকোনা) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে এই গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুল্লাহর ছেলে আদালত কর্তৃক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ খলিল মিয়া (৪৫) কে গ্রেফতার করেন (মামলা নং- জিআর-৬৬/০৫)। গ্রেফতারকৃত আসামীকে ২২ শে জানুয়ারী বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হলে হয়েছে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।