• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে ইউপি সচিব “গফুর’র বিরুদ্ধে সরকারি গাছ কাটা’র অভিযোগ

      প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২০ , ২:০১:২৬ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে সড়কের পাশ থেকে সরকারি মূল্যবান দুইটি গাছ কর্তন করে নিয়ে গেছেন ইউপি সচিব আব্দুল গফুর। এনিয়ে এলাকায় আলোচনার ঝড় বইছে।

    স্থানীয় একাধিক সুত্র ও সরেজমিনে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সচিব মোঃ আব্দুল গফুর সম্প্রতি জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণ পাড়ায় সড়কের পাশে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায় সাপেক্ষে আলীশান বাসা বাড়ী নির্মাণ করেছেন। এই বাসার সামনে সড়কের পাশে অবস্থিত প্রায় পঞ্চাশ হাজার টাকা সমপরিমাণ মূল্যের সরকারি দুইটি গাছ
    সরকারি ছুটির দিন ৪ঠা জানুয়ারী রোজ শনিবার প্রকাশ্যে দিবালোকে কর্তন করে নিয়ে।গেছেন। এই বিষয়ে এলাকার লোকজনের মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
    এলাকাবাসী জানান, জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিনপাড়া সড়কের পাশে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সম্প্রতি নির্মিত আলিশান বাসা নির্মান করেন। বাসার সৌন্দর্য্য বর্ধনে শনিবার বাসার সামনে সরকারি সড়কে থাকা ২টি মূল্যবান গাছ কর্তন করে কিছু অংশ স্থানীয় একটি স’মিলে নিয়ে যান এবং অবশিষ্ট অংশগুলো তার বাসায় রেখে দিয়েছেন। এ বিষয়ে জানতে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর সচিব আব্দুল গফুরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
    জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ ইয়াসির আরাফাত জানান, গাছ কর্তনের বিষয়টি আমার জানা নেই। তবে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content