• খেলাধুলা

    জগন্নাথপুরে আন্তঃ প্রাঃ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

      প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২০ , ১:৪৫:৩৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কলকলিয়া ইউনিয়ন পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২০ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    “শিখবে শিশু হেসে খেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২০ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা ১৬ ই জানুয়ারী রোজ বৃহস্পতিবার দিন ব্যাপী উপজেলার জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান । এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার লক্ষে বিকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি ও জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিলোয়ার হোসেন এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ এর আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, গনেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার,বালিকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনূপম সরকার ও মোঃ তেরাই মিয়া প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন শিক্ষক রিংকু তালুকদার, শুভা সিন্ধু দে,ইমাদ উদ্দিন, রাজন সুত্র ধর,সাথী রানী দাস,রত্না দাস,বদরুল হোসেন চৌধুরী, সীমা রানী,নাহিদা আক্তার, আব্দুল বাকী,বাপ্পী দে,শাহ শাহরুখ আহমদ ও রাবেয়া বেগম, শিক্ষার্থী ও অভিভাবক ও এলাকার লোকজন।
    পরিশেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
    উক্ত প্রতিযোগিতায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content